Version : English | Bengali

 

 

 

     

     প্রবন্ধ


 

শিশুদের সাথে যোগাযোগের উপায়

পাঠের সফলতা নির্ভর করে শিশুর সাথে শিক্ষকের সহজ ও সাবলিলভাবে ভাব বিনিময়ের ওপর; ভাব বিনিময় দুইভাবে হতে পারে: মৌখিক এবং অমৌখিকমৌখিক ভাব বিনিময়ের সময়ে কিছু বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে, যেমন-

১.

খুব উঁচু স্বরে কথা না বলা;

.

খুব নিচু স্বরে কথা না বলা;

.

সহজ ভাষায় সরাসরি ও ধীরে ধীরে কথা বলা;

৪.

কথার ভাবের সাথে মিল রেখে কণ্ঠস্বর ওঠানামা ঠিক রাখা;

.

শিশুদের কথার মাঝখানে কথা না বলা;

.

শিশুদের এমন প্রশ্ন করা যেখানে চিন্তা করার সুযোগ থাকে

 

অমৌখিক ভাব বিনিময়ের লক্ষ্যণীয় দিকগুলো হল-

১.

শিশুদের সাথে চোখে চোখে যোগাযোগ রাখা;

.

শিশুদের সাথে হাসিখুশি থাকা;

.

শিশুদের সামনে আন্তরিকভাবে বসা;

৪.

শিশুদের কাছাকাছি যাওয়া;

৫.

হাত-মাথা-মুখ নাড়াচড়ার মধ্যে একটি সমন্বয় রক্ষা করা;

.

কথার ভাবের সাথে অঙ্গভঙ্গি ঠিক রাখা

   
  শিশুদের সাথে যোগাযোগ বা ভাব বিনিময়ের ক্ষেত্রে প্রশ্ন করা বা প্রশ্নের উত্তর শোনা, ভাষা বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপুণ; শিশুদের এমন প্রশ্ন করতে হবে যাতে তারা চিন্তা করার সুযোগ পায়প্রশ্ন সাধারণত তিন ধরনের হয়ে ত্থাকে, যেমন -
 

 

ক. অমুক্ত প্রশ্ন

এ ধরনের প্রশ্নের উত্তর সাধারণত হ্যাঁ বা না হয় অথবা খুবই সংক্ষিপ্ত হয়, এসব প্রশ্নের উত্তর দিতে শিশুদের চিন্তা করার এবং বেশি কথা বলার সুযোগ থাকে না যেমন - জায়গাটা কি তোমার ভাল লাগে?এ ধরনের প্রশ্ন শিশুদের ভাষা বিকাশে তেমন একটা সহায়তা করে না।

. মুক্ত প্রশ্ন

এ ধরনের প্রশ্ন শিশুদের চিন্তা করতে এবং তার নিজের মতো করে উত্তর দিতে সহায়তা করে;এতে করে সে তার ধারণা, অভিজ্ঞতা প্রকাশ করতে পারে, যেমন-এ জায়গাটা কি তোমার ভাল লাগে কেন?

   

গ. প্রভাবিত প্রশ্ন

এ ধরনের প্রশ্নের উত্তরে প্রশ্নকতা তার পছন্দের উত্তর আশা করে অর্থা শিশু তার উত্তরদাতা প্রশ্নের প্রতি প্রভাবিত হয়।যেমন - এ জায়গাটা খুব সুন্দর, তাই না? এ ধরনের প্রশ্ন শিশুরা তার নিজস্ব মতামত প্রকাশের সুযোগ পায় না।বরং প্রশ্নকতার ইচ্ছা- অনিচ্ছানুযায়ী উত্তর দেয়।

   

শিশুদের সব ধরনের প্রশ্নই করা উচিত তবে মুক্ত প্রশ্নের ব্যবহার বেশি থাকতে হবে।

   

শিশুরা সাধারণত যেভাবে শেখে তা হল-

  • দেখে
  • নাড়াচাড়া করে
  • গান করে
  • নাচের মাধ্যমে
 
  • শুনে
  • অনুসন্ধান করে
  • কল্পনা করে
  • বই পড়ে
  • খেলে
  • গল্পের মাধ্যমে
  • তুলনা করে
 
  • প্রশ্ন করে
  • বার বার চেষ্টা করে
  • একাকী চিন্তা করে
 
 
  • ছবির মাধ্যমে
  • অনুকরণ করে
  • দলে কাজ করে
 
 
  • নিদেশনা থেকে
  • কাজ করে
  • ছড়ার মাধ্যমে
 
  • অংশগ্রহণ থেকে
  • স্বাদ নিয়ে

 

 
   

copyright@2011                            

Shishu Protivabikash Kendra